ফুটবল ধারাভাষ্যকার জন মটসন মারা গেছেন
দ্য রিপোর্ট ডেস্ক: বিখ্যাত ফুটবল ধারাভাষ্যকার জন মটসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ফুটবলপ্রেমিদের কাছে তিনি ‘মটি’ নামে পরিচিত ছিলেন
।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে মটসনের পরিবার।
মটসন ১৯৬৮ থেকে ২০১৮ পর্যন্ত ব্রিটেনের জাতীয় ব্রডকাস্টারের হয়ে ১০টি বিশ্বকাপ, ১০টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এফ এ কাপের ২৯টি ফাইনালে বিবিসিতে ধারাভাষ্য দেন।
বিবিসি জানিয়েছে, টেলিভিশনে প্রায় ২ হাজার ৫০০টি ম্যাচে ধারাভাষ্যকারের কাজ করেছেন মটসন।
২০১২১ সালে ক্রীড়া ব্রডকাস্টিংয়ে অবদানের জন্য তাকে ওবিই ( অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার) খেতাব পান।