ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফাইনালে উঠলো দক্ষিন আফ্রিকা
দ্য রিপোর্ট ডেস্ক: নারী কিংবা পুরুষ যেকোনো ক্ষেত্রেই বড় কোনো টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে যাওয়াটা স্বপ্ন দক্ষিণ আফ্রিকার জন্য। এর আগে ২০১৫ সালে অকল্যান্ডে কেঁদেছিল পুরো আফ্রিকা। অবশেষে আজ কেপটাউনে আর অশ্রুসিক্ত দিন নয়, উল্লাসেই মেতেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ইতিহাস রচিত হয়েছে নিউল্যান্ডসে। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল মঞ্চে উঠেছে প্রোটিয়ারা।
নারী টি-টোয়েন্টি বিশ্ব আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। টসে জিতে আগে ব্যাট করতে নামা প্রোটিয়াদের দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
৬ চার ও দুই ছয়ে ব্রিটস খেলেন ৫৫ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস। আর শেষদিকে মারিজান কাপের ১৩ বলে ২৭ রানের ক্যামিও।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৯ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। আর এতে ৬ রানে জিতে প্রথমবারের মতো ইতিহাস গড়ে। মূলত স্বাগতিক পেসার আয়াবুঙ্গা খাখার বোলিং তোপেই ১৫৮ রানে থামে ইংলিশরা। ২৯ রানে ৪ উইকেট শিকার করে নিজ দেশকে ইতিহাস রচনা করার মাধ্যমে ফাইনালে তুলেন এই ডানহাতি পেসার।