দ্য রিপোর্ট প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার তাড়াইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পৌনে দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে।

গণমাধ্যমকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাজারের এনায়েত মার্কেটে রাত পৌনে ১০টার দিকে আগুন লাগে।চারদিকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী গণমাধ্যমকে জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, বাজারের ৩০টির মতো দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে।