দ্য রিপোর্ট প্রতিবেদক:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উন্নয়ন বুলির আড়ালে লুটপাটের মহোৎসবের কাহিনি এখন মানুষের মুখে মুখে। বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি সরকারের লুটপাটেরই বহিঃপ্রকাশ। এই মূল্যবৃদ্ধিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কলকারখানা ও কৃষিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।।

তিনি বলেন, প্রতিটি পণ্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে, এসব পণ্যের দাম আরো বাড়বে। জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে। সরকারের প্রতিটি নীতি হচ্ছে হরিলুটের নীতি, জনগণ মরে যাক, তাতে সরকারের কিছুই আসে যায় না। তিনি বলেন, অবৈধ লুটেরা আওয়ামী সরকার আবার শতকরা ৫ ভাগ বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে রাষ্ট্রক্ষমতার শেষে এসে বেপরোয়া লুটপাটে মরিয়া হয়ে উঠেছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান সরকার জনগণের ভালোমন্দ বিচার করতে চায় না। সুষ্ঠু নির্বাচন হলে তাদের ব্যাপক পরাজয় হবে, সে জন্য তারা জনগণের ওপর প্রতিশোধ নিতেই দফায় দফায় বিদ্যুৎসহ প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করছে।

বিএনপির মহাসচিব বলেন, জনগণ বিদ্যুতের মূল্যবৃদ্ধির এ গণবিরোধী ও অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।