দ্য রিপোর্ট প্রতিবেদক: ভোটার উপস্থিতি বাড়াতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ভোটার দিবস উপলক্ষে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে আয়োজিত শোভাযাত্রায় এ কথা বলেন তিনি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সত্যিকার অর্থে ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়। বিভিন্ন কারণে এটা হতে পারে। কিন্তু কেউ বাধা দেয় কিনা সেটা দেখার বিষয়। তবে আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে।

ভোটার উপস্থিতি বাড়াতে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব পালন করতে হবে। এটা এককভাবে কমিশনের দায়িত্ব না।

পরে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সমস্যা নিরসন করতে বারবার আবেদন জানানো হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে সকালে হাল নাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে এবার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন নির্বাচনে ভোট দিতে পারবেন।