দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ জনগণের উদ্দেশে এক বিবৃতি দেন। সেটি ৩ মার্চ কয়েকটি পত্রিকায় ছাপা হয়।

তিনি বিবৃতিতে বলেন, ‘সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে হবে। যেন লুটতরাজ ও অগ্নিসংযোগের মতো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে ব্যাপারে নজর রাখার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণকে বিশেষ করে ভাড়াটিয়া উসকানিদাতাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, যেখানেই জন্মগ্রহণ করুক, যে ভাষাতেই কথা বলুক, বাংলার প্রতিটি বাসিন্দাই আমাদের দৃষ্টিতে বাঙালি। তাদের জানমাল-ইজ্জত আমাদের কাছে পবিত্র আমানত। তা অবশ্যই রক্ষাকরতে হবে।’
বিবৃতিতে ৩ থেকে ৬ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমগ্র প্রদেশে হরতাল পালনের আহ্বান জানিয়ে বলা হয়, ‘সরকারি অফিস থেকে শুরু করে সেক্রেটারিয়েট, হাইকোর্ট ও অন্যান্য কোর্ট-কাচারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, রেলওয়ে, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাটবাজার সর্বত্র এ হরতাল পালন করতে হবে।’
বিবৃবিতে বঙ্গবন্ধু অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহারের আহ্বান জানান। কারণ এর আগের দিন সকাল ৭টা থেকে ঢাকা পৌরসভার মধ্যে ১০ ঘণ্টা কারফিউ জারি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩ মার্চ একটি গণমিছিলের নেতৃত্ব দেন।
(সূত্র : দৈনিক আজাদ)।