চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: নিহত ৫
দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় আজকের মতো উদ্ধারকাজ সমাপ্ত করা হয়েছে। তবে আগামীকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করা হবে।
শনিবার (৪ মার্চ) রাতে স্থানীয় প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট কুমিরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস।
নিহত ব্যক্তিরা হলেন, ফরিদুল ইসলাম, শামসুল আলম ও শামসুল আলম। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহতরা হলেন, ফেনসি, মো. জসিম উদ্দিন, মো. নূর হোসেন , মো. আরাফাত, নারায়ণ, মো. ফোরকান, শাহরিয়ার, জাহিদা হাসান ও মোতালেব। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।