বাজার মূলধন বেড়েছে এক হাজার কোটি টাকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গেলো সপ্তাহে সূচকের মিশ্রপ্রবণতা ছিল। এ সময় প্রধানবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা কমেছে। তবে আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২৩ কোটি ৮৬ লাখ টাকা ।
শনিবার (৪ মার্চ) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ২২৬ কোটি ৯৮ লাখ ৩১ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৮৮৮ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৪৮ হাজার ৬৯১ কোটি ৭১ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৬ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে বাজারমূলধন বেড়েছে ১৩৫ কোটি ৩৫ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জ অর্থাৎ পুরো শেয়ারবাজারে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২৩ কোটি ৮৬ লাখ টাকা।
ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন বেড়েছে।
ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৫৬টি, কমেছে ১১১টি এবং অপরিবর্তিত ছিল ২০৫টির শেয়ার ও ইউনিট দর।