দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়  বলেছেন, ২০১৮ সালে বিএনপিকে নির্বাচনে নেওয়া যত সহজ হয়েছিল, এবার তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপিকে নির্বাচনে নামানো অসম্ভব। এটা সম্ভব করতে গেলে জটিলতা বাড়বে বলে মনে করেন তিনি ।

রোববার (৫ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

গয়েশ্বরবলেন, অতীতের মতো নির্বাচন করার স্বপ্ন সরকারকে ভুলে যেতে হবে। আওয়ামী লীগ যেহেতু উন্নয়ন করেছে তাহলে আস্থা নিয়ে জনগণের কাছে ‍যাক। জনগণ যদি লুটপাটের জন্য আবার তাদের নির্বাচিত করে আমরা বাধা দেব না।

বিএনপির এই নেতা বলেন, যে নৌকার তলা ফেটে গেছে সেই নৌকায় কেউ মরতে উঠবে না। নদীতে পানি না থাকলে কেউ ঝাঁপ দেয় না। এখন মানুষ বলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।