দ্য রিপোর্ট প্রতিবেদক: যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী অ্যান মারি ট্রিভেলিয়ান আগামী শনিবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। অ্যান মারি ট্রিভেলিয়ান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি ভারত–মহাসাগরীয় কৌশলের (আইপিএস) বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

অ্যান মারি ট্রিভেলিয়ান কাঠমান্ডু থেকে ঢাকায় আসছেন। গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম দক্ষিণ এশিয়া সফর।

জানা গেছে, অ্যান মারি ট্রিভেলিয়ান বাংলাদেশ সফরের সময় গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি, মৌলিক নাগরিক অধিকারসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি সমসাময়িক বৈশ্বিক এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। খসড়াসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো-প্যাসিফিক বিষয়ে একটি আলোচনায় তিনি অংশ নিতে পারেন।

নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ না থাকলে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে আগ্রহী। তা ছাড়া ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো-প্যাসিফিক ইস্যুতে অনুষ্ঠেয় একটি বৈঠকেও তিনি অংশ নিতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।