চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে ডর্টমুন্ড ও চেলসি
দ্য রিপোর্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে ইংলিশ ক্লাব চেলসি। স্ট্যাম্পফোর্ড ব্রিজে খেলা শুরু রাত ২টায়।
এ ম্যাচের আগে অবস্থা মোটেই ভালো না চেলসির। মধ্য-মৌসুমের দলবদলে টাকা ঢাললেও, শেষবার ম্যাচে মাত্র দুটি জয় তুলতে সক্ষম হয়েছে গ্রাহাম পটারের শিষ্যরা।
তবে ইনজুরি থেকে রাইটব্যাক রিস জেমসের ফেরা ও স্ট্যামফোর্ড ব্রিজে জার্মান ক্লাবের বিপক্ষে রেকর্ড প্রেরণার জায়গা ব্লুজদের। শেষ ষোলোতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আগের ম্যাচের চেলসি এক গোলের ঘাটতি পূরণে ক্রিশ্চিয়ান পুলিসিকও ফিরতে পারেন এই ম্যাচে। এ ছাড়া ডিফেন্ডার থিয়াগো সিলভার ইনজুরি আর মিডফিল্ডার ম্যাসন মাউন্টের সাসপেন্ড কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে কোচ গ্রাহাম পটারের।
বিপরীতে দারুণ ছন্দে রয়েছে ডর্টমুন্ড। এ ছাড়া প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায়, এ ম্যাচে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে ডর্টমুন্ডের। আর তাই সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল ও নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ডনিয়েল ম্যালেনের ফিট হয়ে ফেরা বাড়তি পাওয়া হবে ডর্টমুন্ডের জন্য।
অবশ্য এই ম্যাচে বাদ পড়ছেন করিম আদেইমি। পেশির চোটের কারণে ফেব্রুয়ারির শেষ থেকে আর মাঠে ফিরতে পারেননি জার্মানির ফরোয়ার্ড আদেইমি।
অন্য ম্যাচে রাত ২টায় বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে লড়বে পর্তুগিজ ক্লাব বেনফিকা। প্রথম লেগে ২-০ গোলে জিতে শেষ আটে এক পা দিয়ে রেখেছে দ্য ঈগলরা।