দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে নর্থ সাউথ রোডের দুটি ভবন বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে এই কমিটি করা হয়েছে।

তদন্ত কমিটি পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্তকাজ শেষে প্রতিবেদন দেবে। বুধবার ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে তদন্ত কমিটির প্রধানের নাম জানানো হলেও বাকি ৩ সদস্যের নাম পরে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।