দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের শরীরের ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, এর মধ্যে ৩ জনকে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে, যাদের দুইজন লাইফ সাপোর্টে।  

বুধবার সকালে চিকিৎসাধীন রোগীদের দেখে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আহতদের ১০ জনের মধ্যে ২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের অবস্থা বেশি আশঙ্কাজনক। বাকিরাও শঙ্কামুক্ত নন। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।