দ্য রিপোর্ট ডেস্ক: ২০২১ সালের আগস্টে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলে প্যারিসে পাড়ি দেন মেসি। দুবছরের চুক্তিতে ফরাসি ক্লাবটিতে যোগ দেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী।

চলতি মৌসুমে শেষ হচ্ছে পিএসজির সঙ্গে মেসির সেই চুক্তি। তবে এখনো নতুন চুক্তিতে সই করেনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি। তবে চুক্তি বাড়াতে আগ্রহী ফরাসি জায়ান্টরা।

এরই মধ্যে গুঞ্জন রটেছিল, বার্সেলোনায় ফিরতে পারেন আর্জেন্টিনার প্রাণভোমরা। সম্প্রতি প্যারিসে বার্সেলোনা সভাপতির সঙ্গে দেখা করেছেন মেসির বাবা। যেটি স্বীকার করেছেন সভাপতি জুয়ান লাপোর্তা। তার জন্য এবার ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

বার্সা ভ্রমণে গিয়েছিলেন মেসিও। তবে সেটিও ছিল শুধুমাত্র বন্ধু ও সতীর্থদের সঙ্গে সময় কাটানোর তাগিদে। কিন্তু এর মাঝেই নতুন করে মেসিকে নিয়ে কথা বলেছেন বার্সা সভাপতি লাপোর্তা। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে একটি প্রতিবেদন করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখানে মেসির সঙ্গে বার্সা সভাপতির কথোপকথনের কথা উল্লেখ করা হয়। লাপোর্তা জানিয়েছেন, ‘আমি জর্জ মেসির (মেসির বাবা) সঙ্গে কথা বলেছি। বিশ্বকাপে অনবদ্য অবদান রাখা মেসির জন্য আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই। ’

এরপরই মেসির দলবদল প্রসঙ্গে বার্সা সভাপতি বলেন, ‘মেসি বর্তমানে পিএসজিতে খেলছে। তাই সে ফিরবে কি ফিরবে না সে বিষয়ে কথা বলতে চাই না। ’

কাতালান ক্লাব সভাপতির এমন বার্তায় বার্সার দরজা যে এখনও মেসির জন্য খোলা রয়েছে সেই ইঙ্গিতই পাওয়া গেছে। এর আগে অবশ্য ক্লাব কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজও বলেছিলেন, ‘বার্সেলোনা সব সময়ই মেসির বাড়ির মতো। ওর জন্য আমাদের দরজা সব সময় খোলা রয়েছে। অন্তত যতদিন আমি কোচ থাকব, ততদিন মেসির জন্য দরজা খোলা থাকবে। এই সিদ্ধান্তটা নির্ভর করছে মেসির উপর। ক্লাবের উপর নয়। ’