পুতিনের সঙ্গে কোনো বৈঠক অসম্ভব: জেলেনস্কি
দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনার পরিস্থিতিতে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেছেন, পুতিনের সঙ্গে কোনো বৈঠক সম্ভব নয়। কারণ রাশিয়ান নেতাকে বিশ্বাস করা যায় না।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ভলোদিমির জেলেনস্কি বলেন, বর্তমানে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কোনো পরিস্থিতি নেই। কারণ তিনি তার কথা রাখেন না।
তার প্রতি আমাদের কোনো আস্তা নেই- তিনি যোগ করেন।
রাশিয়াকে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দিতে হবে দাবি করে জেলেনস্কি বলেন, এরপরেই, আমরা কূটনৈতিক কার্যক্রমে যোগদান করতে পারব।
সিএনএনে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরিবার ও সন্তানদের নিয়েও কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং ইউক্রেনেই পড়ছে। আমার ছেলে ইউক্রেনে স্কুলে পড়ছে। তারা দুজনই ইউক্রেনে আছে। তারা অন্য সাধারণ ইউক্রেনীয় বাচ্চাদের মতোই। আমরা সাইরেনের সঙ্গেই বসবাস করছি