দ্য রিপোর্ট প্রতিবেদক: ইংলিশদের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে সাকিবের দল।

ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল টাইগার দুই ওপেনার। প্রথম ওভারে তাদের ব্যাটে আসে ১০ রান। দুই ব্যাটর মিলে গড়েন ৩২ রানের জুটি। তবে পেসারদের ভালোভাবে সমাল দিলেও চতুর্থ ওভারে আদিল রশিদে বলে ভেঙে যায় ওপেনিং জুটি। প্রায় ৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রনি তালুকদার চারটি চারে ১৪ বলে ২১ রান করে ফিরে যান। 

আরেক ওপেনার লিটন দাস মাত্র ১১ রানের ব্যবধানে ফিরে যান। জোফরা আর্চারের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। ১০ বলে ১২ রান করেন লিটন।

এরপর ৩য় উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেন নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয়। ৬৩ রানের জুটি গড়েন দুজন। অভিষিক্ত তৌহিদ হৃদয়ের আউটে ভাঙ্গে জুটি। ১৭ বলে ২৪ রান আসে তার ব্যাটে। তবে মারমুখী ব্যাটিং করতে থাকেন শান্ত। নিজের ফিফটিও পেয়ে যান তিনি। মাত্র ৩০ বলে ৫১ রান করে মার্ক উডের বলে আউট হয়ে যান শান্ত।

এরপর সাকিব আল হাসান ও আফিফ হোসেনের অবিচ্ছিন্ন জুটি দলকে জয়ের বন্দরে নিয়ে যায়।