চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় একটি যাত্রীবাহী টেম্পু উল্টে প্রিয়তোষ মল্লিক (৩৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মোহাম্মদ জাহাঙ্গীর জানান, পুরাতন চান্দগাঁও থানার সামনে একটি যাত্রীবাহী টেম্পু উল্টে গিয়ে ৩ যাত্রী আহত হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে প্রিয়তোষ নামে একজনের মৃত্যু হয়।

নিহত প্রিয়তোষ রাউজান উত্তর গুজরা ঠাকুরবাড়ির বাসিন্দা বিমল কান্তি মল্লিকের ছেলে।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এমসি/আরকে/মার্চ ৩১, ২০১৪)