জামিন পাননি বিএনপি নেতা রুহুল কবির রিজভী
দ্য রিপোর্ট প্রতিবেদক: ককটেল বিস্ফোরণ মামলায় জামিন পাননি বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
রোববার (১২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এ আদেশ দেন।
।
রোববার (১২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এ আদেশ দেন।
এদিন রিজভীর পক্ষে তার জামিন আবেদন, আদালতে আসা-যাওয়ার সর্বোচ্চ সুযোগ-সুবিধা এবং কারাগারে ডিভিশন অনুযায়ী সর্বোচ্চ সুযোগ-সুবিধার আবেদন করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং কারাবিধি অনুযায়ী সুযোগ-সুবিধা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এ ছাড়া এ মামলায় রিজভীসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। একই সঙ্গে পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।