দ্য রিপোর্ট প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানের সময়সীমা কমানো হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও জানানো হয়েছে, রমজানে ব্যাংকের সময়সূচি নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।

চাঁদ দেখার উপর নির্ভর করে বাংলাদেশে পবিত্র মাসটি শুরু হতে পারে ২৪ মার্চ শুক্রবার থেকে। সেই হিসাবে দেশে ঈদুল ফিতর হবে ২২ এপ্রিল শনিবার।