৮ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রশ্নপত্র ‘ফাঁস’ হওয়ার অভিযোগে আট জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করার জন্য চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে।
তবে তদন্তের স্বার্থে অতিরিক্ত সচিব তদন্ত কমিটির সদস্যদের নাম প্রকাশ করতে চাননি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলাম দিরিপোর্ট২৪কে বলেন, যেসব স্থানে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে তা তদন্ত করে কমিটি শিগগিরই মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন দেবে। আরো কোন স্থানে প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সেখানকার পরীক্ষা বাতিল করা হবে।
তিনি বলেন, যে জেলাগুলোতে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, সেই আট জেলার পরীক্ষা বাতিল করা হয়েছে।
প্রশ্ন ফাঁসের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, চার সদস্যের কমিটি এজন্য কাজ করছে। তদন্তে চূড়ান্তভাবে প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে।
প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য ৮ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা ছাড়া এ পরীক্ষা দেশের ৬১টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। এতে নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন অংশ নেন।
(দিরিপোর্ট২৪/আরএমএম/এসবি/নভেম্বর ১২, ২০১৩)