দ্য রিপোর্ট প্রতিবেদক: বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ দোকান পুড়ে গেছে।

বুধবার (২২ মার্চ) সকালে বান্দরবানে ফায়ার সার্ভিসের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৫টায় জামালের নীলগিরি গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় হঠাৎ দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ফরেস্টারের দোকানের পর থেকে মসজিদ মার্কেট পর্যন্ত প্রায় ৫০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

থানচি ফায়ার সার্ভিসের লিডার পিরার মোহাম্মদ জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানা যাবে।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল মনসুর জানান, বুধবার ভোরে আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ব্যবসায়ীদের ধারণা কোটি টাকার বেশি ক্ষয় ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।