বৈশ্বিক পানি সংকট নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতিসংঘ মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ব পানি উন্নয়ন প্রতিবেদন ২০২৩ প্রকাশ করেছে৷ এতে বলা হয়, বিশ্বের ২৬ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পায় না৷ আর ৪৬ শতাংশ মানুষ ভালো ব্যবস্থাপনার পয়ঃনিষ্কাশন সেবা থেকে বঞ্চিত৷
প্রায় অর্ধশতাব্দী পর বুধবার নিউইয়র্কে জাতিসংঘের আয়োজনে বিশ্ব পানি সংকট নিয়ে একটি সম্মেলন শুরু হচ্ছে৷ তার আগে প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ সতর্ক করে বলেছে, পানি নিয়ে আন্তর্জাতিক সংকট ‘আসন্ন’৷
প্রতিবেদন বলছে, গত চার দশকে প্রতিবছর বিশ্বে পানির ব্যবহার এক শতাংশ করে বেড়েছে৷ ২০৫০ সাল পর্যন্ত এই হার বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ অঞ্চলভেদে পানি প্রাপ্যতার মধ্যে একটি বড় ব্যবধান আছে বলে প্রতিবেদনে জানানো হয়৷ এটি দূর করতে চায় জাতিসংঘ৷ এছাড়া ২০৩০ সালের মধ্যে সবার জন্য বিশুদ্ধ পানিও নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ৷ এসব লক্ষ্যপূরণে বছরে ৬০০ বিলিয়ন থেকে এক ট্রিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান প্রতিবেদনের প্রধান সম্পাদক রিচার্ড কনোর৷
বর্তমানে বিশ্বে মোট পানি ব্যবহারের ৭০ শতাংশ কৃষিখাতে হচ্ছে৷ তবে শহরে জনসংখ্যা বাড়ছে বলে কৃষিজমি থেকে পানি সরবরাহ কমিয়ে শহরাঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।