যুক্তরাষ্ট্রের প্রতিবেদন বিশ্লেষণ করা হবে: সেহেলী সাবরীন
দ্য রিপোর্ট প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দেওয়া প্রতিবেদন বিচার বিশ্লেষণ করা হবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সেহেলী সাবরীন বলেন, বাংলাদেশের নির্বাচন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন প্রতিবেদনের পয়েন্টগুলো আমরা খতিয়ে দেখছি। পয়েন্টগুলো যাচাই বাছাই করতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে। এটি নিয়ে আমরা কাজ শুরু করেছি।
এ সময় মানব পাচারের অভিযোগে সৌদি আরবে আটক বাংলাদেশি নাগরিকের বিষয়ে সেখানের বাংলাদেশ দূতাবাস খোঁজ খবর রাখছে জানিয়ে তিনি বলেন, আটক ছয় নাগরিকের বিষয়ে আমরা জানতে পেরেছি। দূতাবাস তাদের জন্য কাজ করছে।
এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন জানান, তিস্তায় খাল খননের বিষয়ে জানতে চেয়ে ভারতীয় হাইকমিশনে একটি অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছিল কিন্তু এখনো উত্তর আসেনি।
এর আগে গত ২০ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়।