ইউরো বাছাইয়ের আগে বড় দুঃসংবাদ ডাচ শিবিরে
দ্য রিপোর্ট ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আজ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। তবে ফরাসিদের বিপক্ষে মাঠে নামার আগের দিন দুঃসংবাদ ডাচ শিবিরে। দেশটির পাঁচজন ফুটবলার ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন।
আজ (২৪ মার্চ) রাত ১২.৪৫ মিনিটে প্যারিসে ফরাসিদের মুখোমুখি হবে ডাচরা। তার আগে ভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে পড়া ফুটবলাররা হলেন- ডিফেন্ডার মাটাইস ডি লিট ও স্ফেন বটমান, মিডফিল্ডার জোয়ি ফিয়ারমান, গোলরক্ষক বার্ট ভেরব্রুহেন ও ফরোয়ার্ড কোডি হাকপো।
বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আক্রান্ত পাঁচজনকেই দেশে পাঠিয়ে দিয়েছেন দলটির কোচ রোনাল্ড কোম্যান। আগামী সোমবার জিব্রাল্টারের বিপক্ষে ম্যাচেও তাদের না খেলার সম্ভাবনা বেশি।
এদিকে তাদের বদলি হিসেবে ইন্টার মিলানের সেন্টারব্যাক স্টেফান দে ফ্রেই, বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার রায়ান খাফেনবেখ এবং ফিটেসা আর্নেমের গোলরক্ষক শেল শেরপেনকে দলে যোগ করেছেন ডাচ কোচ কোম্যান।