দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়া ও চীন কোনো ধরনের সামরিক জোট তৈরি করছে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (২৬ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এ সময় ভ্লাদিমির পুতিন বলেন, দুদেশ একে অপরকে সামরিক সহযোগিতা করছে, যা লুকানো হচ্ছে না।

পুতিন পশ্চিমাদেশগুলো নতুন জোট গঠন করছে বলে অভিযোগ তুলে এর সাথে জার্মানি ও জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের জোটের মিল আছে বলে মন্তব্য করেন।

গত সপ্তাহে মস্কো সফরে পুতিনের সাথে দ্বিপাক্ষিক সম্মেলন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুদেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার অঙ্গীকার করেন তারা।

এ ছাড়া ইউক্রেন ইস্যুতে চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়েও আলোচনা হয় দুই নেতার।