বিরোধী দলের ওপর হামলা বন্ধ করুন : জেএসডি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিরোধী দলের নেতা-কর্মীদের বাসায় হামলা, ককটেল নিক্ষেপ ও ভাঙচুর বন্ধ করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ দাবি জানান।
জেএসডি নেতারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, গত কয়েক দিনে শুধু রাজনৈতিক দলের নেতা-কর্মীই নয়, টকশোতে অংশগ্রহণ করেন এমন অনেক শিক্ষক-সাংবাদিক ও বুদ্ধিজীবীদের বাসায়ও হামলা হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা না হলে সংলাপের মাধ্যমে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনতো দূরের কথা বরং জাতিকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে বলে তারা সরকারকে হুশিয়ারি করেন।
(দিরিপোর্ট২৪/এসএ/এসবি/নভেম্বর ১২, ২০১৩)