দ্য রিপোর্ট প্রতিবেদক: দৈনিক প্রথম আলোর কারাবন্দী সাংবাদিক শামসুজ্জামান শামসের বাসায় গিয়ে তার মা কে স্বান্তনা দিয়েছে বিএনপির মিডিয়া সেলের একটি প্রতিনিধি দল।

সোমবার বেলা ১১ টায় তারা শামসুজ্জামানের বাসায় যান। এসময় শামসুজ্জামানের মা কান্নায় ভেঙে পড়েন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক শামসের মাকে সান্তনা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা হয়, গুম হয়। আল্লাহর অশেষ রহমত যে, সাংবাদিক শামস গুমের শিকার হননি।

এসময় সাংবাদিক শামসের মা বলেন, আমার সন্তান কখনো অপ-সাংবাদিকতা করেনি। আমি জানি না কোন অপরাধে আমার ছেলেকে রাতের আঁধারে তুলে নেয়া হলো? তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও।