কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক শামসুজ্জামান
দ্য রিপোর্ট প্রতিবেদক:ডিজিটাল নিরাপত্তা আইনে জামিনের পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক শামসুজ্জামান। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি কারাগার থেকে বের হয়ে আসেন।
এ সময় তার কর্মস্থলের সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
কারাগার থেকে বের হয়ে শামস বলেন, সবার মতামত নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করা উচিত। যারা তার মুক্তির জন্য সোচ্চার ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শামস।
এর আগে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ২০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর দিয়েছেন আদালত।
সোমবার (৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত জামিন শুনানি শেষে এ আদেশ দেন। এদিন জামিন চেয়ে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার শুনানি করেন। রাষ্ট্রপক্ষের মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।