সন্দ্বীপে সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রাম অফিস : জেলার সন্দ্বীপ উপজেলা নির্বাচনে কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া বিভিন্ন এলাকায় ভোটারদের ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। সকাল ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী শাহাজান ভোটারদের মাঝে ভীতি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
সহকারী রিটার্নিং অফিসার নূর ই খাজা আল-আমিন জানান, সকাল ৯টা থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সন্দ্বীপ উপজেলা ৭৯টি ভোট কেন্দ্র রয়েছে। ভোটার রয়েছে এক লাখ ৭৬ হাজার ৮৭২জন। এরমধ্যে নারী ভোটার ৯২ হাজার ২৯৫ ও পুরুষ ভোটার ৮৪ হাজার ৫৭৭ জন।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/মার্চ ৩১, ২০১৪)