দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘরের মাঠে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। সাদা পোশাকে অনভিজ্ঞ আইরিশদের বেশ শক্তভাবেই নাগাল ধরে নিয়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতে সফরকারী দলে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। এরপর তার দলে যোগ দেন আরেক পেসার এবাদত হোসেন। ফলে শুরুতেই দুই উইকেট নেই আয়ারল্যান্ডের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম দিনের সকালের সেশনে ১৮ ওভার শেষে ৪৬ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড দল। অ্যান্ড্রু বালবির্নি ১৫ ও অভিষিক্ত হ্যারি টেক্টর ১১ রানে অপরাজিত রয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক বালবার্নি। বাংলাদেশ একাদশে তিন স্পিনার ও তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছে।

ইনিংসের শুরুতেই দলীয় ১১ রানের মাথায় আইরিশ ওপেনিং ব্যাটার মারে কমিন্সকে ফেরান সরিফুল। মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন তিনি। এর পর এবাদাত ফেরান জেমস ম্যাককলাম। তার সংগ্রহ ছিল মাত্র ১৫ রান।