পদ্মা সেতু নির্মাণের প্রথম দুই কিস্তি পরিশোধ
দ্য রিপোর্ট প্রতিবেদক: পদ্মা সেতু নির্মাণে ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরকারকে ফেরত দিয়েছে সেতু বিভাগ। ১৪০ কিস্তিতে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করবে সেতু বিভাগ।
বুধবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সেতু বিভাগ এই টাকা চেক হস্তান্তর করে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার থেকে অনেক বিভাগ ঋণ নিয়ে ফেরত দেয় না, সেতু বিভাগ ঋণ নিয়ে ফেরত দেয়ার দৃষ্টান্ত স্থাপন করলো ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকা ১ম ও ২য় কিস্তি পরিশোধ করেছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে প্রমাণ করেছেন, কমিটমেন্ট থাকলে যেকোনো কিছু বাস্তবায়ন করা যায়।
সভায় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, প্রধানমন্ত্রী নিজের টাকায় পদ্মা সেতু করার সাহসী সিদ্ধান্ত না নিলে এই সেতু সম্ভব হতো না।