দ্য রিপোর্ট প্রতিবেদক:  দেশের শেয়ারবাজারে রোববার (৯ এপ্রিল) আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। এদিন সূচকের মিশ্র প্রবণতায় অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন‌্য দশমিক ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন‌্য দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩২৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪০ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৭৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৪৯৮ কোটি ৮১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬১২ কোটি ৩১ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩০৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৭৫ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৮৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত আছে ৫১টির। দিন শেষে সিএসইতে ৫ কোটি ১৮ হাজার ২৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।