আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষনা বাংলাদেশের
দ্য রিপোর্ট ডেস্ক: আগামী মে মাসে ইংল্যান্ডের এসেক্সে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
১৫ সদ্যসের এই দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা মৃত্যুঞ্জয় চৌধুরী। আইরিশদের বিপক্ষে সবশেষ সিরিজে অবশ্য দলে ছিলেন আফিফ। তবে অফ ফর্মের কারণে দল পড়েছেন তিনি।
এদিকে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পেসার তাসকিনের। তার বদলে এসেছেন পেসার শরিফুল ইসলাম। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে। সিরিজের ম্যাচগুলো ৯, ১২ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে।
আইপিএল খেলতে যাওয়া লিটন দাস ভারতে গিয়েছেন। সেখান থেকে এসেই দলের সঙ্গে ইংল্যান্ডে যোগ দিবেন।
বাংলাদেশ স্কোয়াড-
তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।