দ্য রিপোর্ট প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি সোনার বার (১ কেজি ১৬০ গ্রাম) উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১০ এপ্রিল) রাতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো দুটি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়। বস্তু দুটির ভেতর থেকে লুকানো অবস্থায় ১০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাস্টমসের গুদামে সোনার বারগুলো জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।