দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবাজারে আগুনের সূত্রপাত সিগারেট বা কয়েল আগুন থেকে হতে পারে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তদন্ত কমিটি।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বঙ্গবাজারে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পায়নি। আগুনে মার্কেটের ৩ হাজার ৮৪৫টি দোকান পুড়েছে। ক্ষতি হয়েছে ৩০৩ কোটি ৫ লাখ টাকা। এতে আরও বলা হয়, বঙ্গবাজার আদর্শ মার্কেটের তৃতীয় বা চতুর্থ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। কারণ, চতুর্থ তলায় নিরাপত্তাকর্মীরা থাকত। সেহেরির পর কেউ ধূমপান করে তা পা দিয়ে নেভাতে গেলে কাঠের পাটাতনের ফাঁক দিয়ে তৃতীয় তলায় পড়ে আগুন লাগার শঙ্কা থাকতে পারে।

এছাড়া বঙ্গবাজার মার্কেটে মশার উপদ্রব থাকার কারণে নিরাপত্তা প্রহরীরা মশার কয়েল ব্যবহার করে থাকতে পারেনে। সেই কয়েল থেকেও তৃতীয় তলার এমব্রয়ডারি টেইলার্সের দোকানে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুন লাগার আর কোনো কারণ পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সকাল ৬টার দিকে বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই আগুনে সবকিছু পুড়ে যায়।