গুম,খুন ও নির্যাতনের শিকার পরিবারদের কান্না বৃথা যাবে না : মির্জা ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক: গুম, খুন, নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া ও শহীদ ব্যক্তির পরিবারের কান্না কখনও বৃথা যেতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় আমাদের হবেই।
বুধবার দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। গণতন্ত্র পুনরদ্ধারের আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যাক্তিবর্গের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ আয়োজন করে বিএনপি। এ সময় গুম, খুন শহীদ হওয়া ব্যাক্তির স্বজনদের কথা শোনেন বিএনপির নেতারা। তারা শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যাক্তিবর্গের পরিবারের প্রতি সমবেদনা জানান।
গুম হওয়া বাবার কন্যা সাফার কথা স্মরণ করিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘সাফার বিষয়ে কথা বলার কোনো অবকাশ থাকে না। তার একটি ছবি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। এখানে গুম, শহীদ হওয়া অনেকের স্বজনরা বলেছেন, অনেক বছর ধরে তারা তাদের ভাইকে, বাবাকে, দেখতে পান না, কথা বলতে পারেন না।’
তিনি বলেন, ‘শহীদ পরিবারদের কান্না কখনও বৃথা যেতে পারে না। বিজয় আমাদের হবেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে গুম-খুনের মধ্যে তারা চুপ করে বসে থাকবে না। তারা নেমে পড়েছে। ইতোমধ্যে আমাদের সম্মুখে আন্দোলন করতে গিয়ে ১৭ জন প্রাণ দিয়েছেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘মানবাধিকার লংঘন, গুম, খুন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান, জাতিসংঘ সবাই কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কর্মকর্তাদের সরকার পুরস্কৃত করেছে।’
তিনি বলেন, ‘উন্নয়নের নামে দেশের বর্তমান শাসকগোষ্ঠী বৈষম্য সৃষ্টি করেছে। একদিকে তারা বাড়ি গাড়ির মালিক হয়েছে। ব্যাংকের টাকা লুটপাট করে তারা বিদেশে বাড়ি করে বিলাসিতা জীবন যাপন করছে। অন্যদিকে সাধারণ মানুষ দুবেলা খাবারের জন্য সংগ্রাম করছে। তবুও পাচ্ছে না। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হাতের নাগালের বাইরে।’