বিশ্বে ১০০ প্রভাবশালী ব্যক্তীর তালিকায় মেসি
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রায় ২০ বছরের ফুটবল ক্যারিয়ারে অর্জনের যেন শেষ নেই লিওনেল মেসির। ক্লাব ফুটবলে সম্ভাব্য যা কিছু জেতা তার প্রায় সবই অর্জন করেছেন। জীবনের একমাত্র আক্ষেপ ছিল বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখা, সেটিও ঘুচিয়ে ফেলেন গত বছর কাতার বিশ্বকাপ নিজেদের করে। অনেক কিছু যেমন অর্জন করেছেন, তেমনি ফুটবলকেও দিয়েছেন উজাড় করে।
ফুটবলের ওপর মেসির প্রভাব কতটুকু তারই বহিঃপ্রকাশ ঘটলো যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন টাইমসের আর্টিকেলে। ম্যাগাজিনটির ২০২৩ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
সাময়িকীটির ওয়েবসাইটে প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় এলএমটেনকে নিয়ে লিখেছেন টেনিসে সর্বকালের অন্যতম সেরা তারকা রজার ফেদেরার। তিনি লিখেন, আমার ক্যারিয়ার সবে শেষ হয়েছে। আমি এখন বুঝতে পারি, আমরা ক্রীড়াবিদরা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, আমরা এটি উপলব্ধিও করি না।
মেসির মতো একজন ফুটবল খেলোয়াড়ের জন্য, এই গুরুত্ব সম্ভবত আরও বেশি। কারণ, তিনি একটি বিশ্ব-বিখ্যাত ক্লাব ও একটি খুব আবেগপ্রবণ দেশের প্রতিনিধিত্ব করেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়টা ছিল দুর্দান্ত। লাখো ভক্তের উদযাপনের জন্য রাস্তায় নেমে আসা খেলাধুলার একটি আশ্চর্যজনক মুহূর্ত, যা সারা বিশ্ব দেখেছে। এমনকি যারা ফুটবলকে অনুসরণ করে না তারাও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির প্রকৃত প্রভাব বুঝতে পেরেছে।
ফেদেরার যোগ করেন, ৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, সেটি হলো এত বছর শ্রেষ্ঠত্ব ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন, তেমনি ধরে রাখাও সহজ নয়। তার জাদুকরি ড্রিবলিং, দৃষ্টিনন্দন পাসগুলো যেন শিল্পকর্ম।
এদিকে টাইম প্রকাশিত ২০২৩ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেসির পাশে রয়েছেন ফরাসি তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পেও। কাতার বিশ্বকাপে শিরোপা ঘরে তুলতে না পারলেও, ফ্রান্সের সেরা ক্লাব পিএসজির হয়ে মাতিয়ে চলছেন তিনি।