অগ্নি সন্ত্রাসী কারা আপনারা জানেন:পরিকল্পনামন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: পরপর অগ্নিকাণ্ডকে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে ঘোলা পানিতে মাছ শিকার বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকার শান্তিগঞ্জ উপজেলায় গভীর নলকূপ ও টুইন পিট ল্যাট্রিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমন মন্তব্য করেন তিনি।
এম এ মান্নান বলেন, ভয় হয়। দেখা উচিত এর পেছনে অনিষ্টকারী অগ্নি সন্ত্রাসীরা সম্পৃক্ত আছে কি না। অগ্নি সন্ত্রাসী কারা আপনারা জানেন। অথবা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য আমাদের সমাজে ঘোলা পানিতে মাছ শিকার করার স্বার্থান্বেষী মহল রয়েছে। তাদের সম্পৃক্ত আছে কি না জানি না। তবে ধারণা হয়, না হলে পরপর অগ্নিকাণ্ড কেন হবে, খতিয়ে দেখা উচিত।
এ সময় শান্তিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেখর ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।