টি-টুয়েন্টিতে অনন্য মাইলফলক স্পর্শ বাবরের
দ্য রিপোর্ট ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩৮ রানের জয় পেয়েছে স্বাগতিক পাকিস্তান। এতে ব্যাক টু ব্যাক জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
শনিবার (১৫ এপ্রিল) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করে পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থেমে গেছে ৭ উইকেটে ১৫৪ রানে।
এদিন ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত খেলেন বাবর আজম। পাকিস্তান দলের অধিনায়ক ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন। এই সেঞ্চুরির মাধ্যমেই অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন অধিনায়ক হিসেবে দুটি করে সেঞ্চুরির রেকর্ড ছিল বাবর, ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং সুইজারল্যান্ডের ফাহিম নাজিরের। এবার দুজনকেই ছাড়িয়ে গেলেন পাকিস্তানি কাপ্তান। এই প্রথম কোনো অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর।
একইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির রেকর্ডের ঠিক একধাপ পিছনে চলে এসেছেন বাবর। আর মাত্র একটি সেঞ্চুরি করলেই যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরি করা ক্রিকেটার হিসেবে নাম লেখাবেন বাবর।
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাবর ছাড়াও ৩ সেঞ্চুরি করা ক্রিকেটার রয়েছেন আরও ৪ জন। তালিকায় থাকা বাকিরা হলেন সাবাউন দাভিজি (চেক রিপাবলিক), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), কলিন মুনরো (নিউজিল্যান্ড) ও সূর্যকুমার যাদব (ভারত)।
এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের (২২ সেঞ্চুরি) পর দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বাবর (৯ সেঞ্চুরি)।