দ্য রিপোর্ট ডেস্ক: কিছুদিন আগেই আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এবার উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন স্টোকস। এ নিয়ে গত চার বছরের মধ্যে তিনবারই ‘লিডিং ক্রিকেটার’ খেতাব জিতলেন স্টোকস। ২০১৯ ও ২০২০ সালেও সেরা হয়েছিলেন এই ইংলিশ ক্রিকেটার।

যদিও এর আগে ২০১৬ থেকে ২০১৮ মৌসুমে টানা তিনবার সেরা হয়েছিলেন বিরাট কোহলি। এ জায়গায় অবশ্যই অনন্য এই ভারতীয় গ্রেট।

ইংল্যান্ডের হয়ে ২০২২ সালে মোট ১৫ টেস্ট খেলেছেন স্টোকস। এর মধ্যে ব্যাট হাতে ৩৬ দশমিক ২৫ গড়ে রান পেয়েছেন তিনি। ৭১ দশমিক ৫৪ স্ট্রাইক রেটে তার রান ৮৭০। এই সময়ে দুই শতক এবং চার হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ক্রিকেটার। এ ছাড়া ৩১ দশমিক ১৯ গড়ে ২৬টি উইকেট শিকার করেছেন তিনি। টেস্টে বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করা এই ইংলিশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন।

এদিকে উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। গেল বছর ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে এক হাজার ১৬৪ রান করেন তিনি, যেটি কি না টি-টোয়েন্টি ইতিহাসে এক বছরে কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ রান। এমনকি এক বছরে ক্রিকেটের এই সংস্করণে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও করেছেন সূর্যকুমার। ১৮৭ দশমিক ৪৩ স্ট্রাইক রেটে ছক্কা হাঁকান ৬৮টি।

তবে অবশ্য উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা হয়নি তার (সূর্যকুমার)। এই সম্মাননায় জায়গা পেয়েছেন টম ব্লান্ডেল, বেন ফোকস, হারমানপ্রীত কৌর, ড্যারিল মিচেল ও ম্যাথিউ পটসের।

অন্যদিকে ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় এবারই প্রথমবারের মতো চালু হয়েছে উইজডেন ট্রফি। যার প্রথম বিজয়ী জনি বেয়ারস্টো। তার ব্যাট থেকে আসে ৬৮১ রান। এ ছাড়া দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি।