জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদুল ফিতরের নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
জাতীয় ঈদগাহে আসার সময় দেশলাই অথবা লাইটার সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছেন ডিএসসিসি মেয়র। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের কারণে সবাইকে সতর্কতামূলক অবস্থানে থাকার জন্য তিনি এ আহ্বান জানান।
এদিকে প্রতিবারের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাজধানীর অন্যান্য নির্ধারিত স্থানে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।