দ্য রিপোর্ট প্রতিবেদক: বেশ কয়েক দিন ধরে শেয়ারবাজারে লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে। আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সূচকের সঙ্গে লেনদেনের উত্থান ধারা অব্যাহত রয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাড়ে ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির। দরপতন হয়েছে ৬২টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১০টির শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করছে।