১৪৫ দিন পর নয়াপল্টনে রিজভী
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দীর্ঘদিন কারাভোগের পর গত মঙ্গলবার (২৫ এপ্রিল) মুক্তি পেয়েছেন। আটকের ১৪৫ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় দপ্তরে এসেছেন তিনি।
রোববার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি দলীয় কার্যালয়ে আসেন।
দলীয় কার্যালয়ে আসলে রিজভীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। খালেদা জিয়াকে এই মুহূর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে।