আইসিসির মাসসেরা ক্রিকেটার ফখর জামান
দ্য রিপোর্ট ডেস্ক: ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তানের ওপেনার ফখর জামান আইসিসির এপ্রিলে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এই পুরস্কার জিততে তিনি শ্রীলঙ্কার স্পিনার প্রবাথ জয়সুরিয়া এবং নিউজিল্যান্ডের থাইল্যান্ড বংশোদ্ভূত ব্যাটার মার্ক চাপম্যানকে হারিয়েছেন। আইসিসি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুইটি সেঞ্চুরি হাঁকান ফখর জামান। এক ম্যাচে ১৭টি চার ও ছয়টি ছক্কায় ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ৩৩৭ রান তাড়া করে জয় এনে দেন। এর আগের ম্যাচে ১১৪ বলে ১১৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেন পাকিস্তানের টপ অর্ডার এই ব্যাটার।
আইসিসির মাসসেরা হয়ে ফখর বলেছেন, ‘আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া আমার জন্য সত্যিই গর্বের। মাসটা আমার ক্যারিয়ারের হাইলাইটস এবং নিজ দর্শকদের সামনে খেলতে পেরে খুব ভালো লেগেছে।’
তিনি আরও বলেন, ‘রাওয়ালপিন্ডিতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আমি খুব উপভোগ করেছি। তবে আমার ফেবারিট ইনিংস অপরাজিত ১৮০। আশা করছি এই মোমেন্টাম বিশ্বকাপে ধরে রাখতে পারবো এবং পাকিস্তানের ভক্তদের খুশি ও গৌরব এনে দিতে পারবো।’
এ ছাড়া মেয়েদের ক্রিকেটে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছেন থাইল্যান্ডের ব্যাটার নারুইমল চাইওয়াই। আইসিসির সহযোগী সদস্য দেশের ক্রিকেটার হিসেবেও মাসসেরা হওয়ার কীর্তি গড়েছেন তিনি।