দ্য রিপোর্ট প্রতিবেদক: পোর্ট সুদান থেকে আরও ৫৫১ বাংলাদেশিকে আজই চারটি বিমানে করে জেদ্দায় নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ সরকারের খরচেই তাদের আনা হবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা আমাদের নিজেদের খরচে পোর্ট সুদান থেকে সেখানকার স্থানীয় চারটি চার্টার্ড ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্টে ৫৫১ বাংলাদেশিকে নিয়ে আসব। বুধবার তিনটি ফ্লাইট অপারেট করবে। বৃহস্পতিবার আরেকটি ফ্লাইট অপারেট করবে জেদ্দা পর্যন্ত। জেদ্দা থেকে ঢাকা আনতে আমাদের বিমানের কমার্শিয়াল ফ্লাইট উন্মুক্ত আছে। সেখানে আসন সংখ্যার একটু সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে। এ কারণে আমরা বিমানের একটি বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করেছি। কাল বা পরশু নাগাদ তারা জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন।

উল্লেখ্য, সম্প্রতি সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর ক্ষমতার সংঘাতে আটকে পড়েন বাংলাদেশিরা। গত মঙ্গলবার তাদের মধ্য থেকে ১৩৫ বাংলাদেশিকে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়।

মঙ্গলবার দুপুরে সৌদি দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানান, বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে সব সহযোগিতা করবে সৌদি সরকার। অনুষ্ঠানে সৌদি বাদশার পক্ষ থেকে ৭৫ টন খেজুর উপহার হিসেবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে তা হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।

এ সময় রাষ্ট্রদূত আরও জানান, হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ ঢাকায় আসছে সৌদি প্রতিনিধি দল। বাংলাদেশিদের হজ ফ্লাইট শুরুর আগেই সকল হজযাত্রীদের ভিসা সম্পন্ন হবে বলেও প্রত্যাশা করেন তিনি।