এবার পিটিআই মহাসচিব আসাদ উমর গ্রেপ্তার
দ্য রিপোর্ট প্রতিবেদক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের একদিন পর এবার দলটির মহাসচিব আসাদ উমরকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (১০ মে) পিটিআইয়ের জ্যেষ্ঠ এই নেতাকে ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) গ্রেপ্তার করে নিয়ে যায়।
ইসলামাবাদ হাইকোর্টে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদন জানাতে গিয়েছিলেন তিনি। সেখানে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের অফিসের বাইরে থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পিটিআইয়ের আইনজীবীরা গ্রেপ্তার প্রতিরোধের চেষ্টা করলেও পুলিশ উমরকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছে জিও নিউজ।
জিও নিউজ বলছে, ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন দাখিলের প্রস্তুতি নেওয়ার সময় আসাদ উমরকে আইএইচসি বার অ্যাসোসিয়েশনের অফিসের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। মূলত আটক হওয়ার আগে সেখানে তিনি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আবেদন জানাচ্ছিলেন।