দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখা আগের চেয়ে আরও বেশি গতিতে কেন্দ্রের দিকে এগোচ্ছে। এখন এ ঝড় ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। এই সংকট মোকাবিলায় কাজ করছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। এরই অংশ হিসেবে তারা চালু করেছে জরুরি সেবা নম্বর ৩৩৩।

৩৩৩ নম্বরে ফ্রি কল করার মাধ্যমে ঘূর্ণিঝড়সংক্রান্ত তথ্য, সতর্কতা সংকেত ও আবহাওয়া বার্তা এবং জরুরি সহায়তা পাওয়া যাবে বলে জানায় এটুআই।

এটুআই জানায়, ৩৩৩ জাতীয় হেল্পলাইন। জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সহায়তা এবং তথ্য দিতে সহায়ক ভূমিকা পালন করেছে। ‘সরকারি তথ্য ও পরিষেবা সর্বদা’- স্লোগানের সঙ্গে কল সেন্টারটি ইউএনডিপির মাধ্যমে সমর্থিত মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এটুআই প্রোগ্রামের একটি উদ্যোগ।

মোখা আগের চেয়ে আরও বেশি গতিতে কেন্দ্রের দিকে এগোচ্ছে। এখন এ ঝড় ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। এই সংকট মোকাবিলায় কাজ করছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। এরই অংশ হিসেবে তারা চালু করেছে জরুরি সেবা নম্বর ৩৩৩।

শনিবার (১৩ মে) ৩৩৩ নম্বরে ফ্রি কল করার মাধ্যমে ঘূর্ণিঝড়সংক্রান্ত তথ্য, সতর্কতা সংকেত ও আবহাওয়া বার্তা এবং জরুরি সহায়তা পাওয়া যাবে বলে জানায় এটুআই।

এটুআই জানায়, ৩৩৩ জাতীয় হেল্পলাইন। জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সহায়তা এবং তথ্য দিতে সহায়ক ভূমিকা পালন করেছে। ‘সরকারি তথ্য ও পরিষেবা সর্বদা’- স্লোগানের সঙ্গে কল সেন্টারটি ইউএনডিপির মাধ্যমে সমর্থিত মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এটুআই প্রোগ্রামের একটি উদ্যোগ।