দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা বিদেশে নালিশ করতে নয়, দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ করতে যান। বিদেশ সফর শেষে তিনি খালি হাতে ফেরেন না।

বুধবার (১৭ মে) স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় বক্তব্যে এসব বলেন ওবায়দুল কাদের। এসময় প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার উদ্ভাবনী 'কমিউনিটি ক্লিনিক' মডেল জাতিসংঘে স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী।

এসময় তিনি বলেন, প্রান্তিক মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক এর উদ্যোগ নেন। কিন্তু বিএনপি তা বন্ধ করে দিয়েছিল। কিন্তু জাতিসংঘ আজ তার স্বীকৃতি দিয়েছে। বিদেশ সফর থেকে শেখ হাসিনা খালি হাতে আসেননি।

কাদের বলেন, মিস্টার ফখরুল, মিস্টার মোশাররফ, আমাদের শক্তি জনগণ। ওই স্যাংশনকে আমরা ভয় পাই না। কাজেই হুমকি ধামকি দেবেন না। আপনাদের মনে চাইলে আসবেন। ইলেকশন হতে দেবেন না, এটা কারও বাপ দাদার সম্পত্তি? এত বড় আস্ফালন পেলেন কোথায়?

বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব, মোশাররফ ঘরে আরে ফিরবেন না। কাকে হটিয়ে? কমিউনিটি ক্লিনিক হটিয়েছেন। এই কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতি ক্রমে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ১৯৯৬ থেকে ২০০১ এই কমিউনিটি ক্লিনিক তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এ দেশের মানুষের জন্য।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচন কয়েক মাস পরে৷ এখনই কেউ কেউ এমন পাল্টাপাল্টি শুরু করেছে! চা দোকানে বসে একে অন্যের গীবত শুরু করেছে৷ এগুলো বন্ধ করতে হবে। এসিআর আছে৷ এসিআর দেখে তিনি (শেখ হাসিনা) মনোনয়ন দেবেন। ব্যক্তিস্বার্থে দলের ইমেজ নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।