২৭ মে ওয়ানডে বিশ্বকাপের বিশেষ ঘোষনা দিবে ভারত
দ্য রিপোর্ট ডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাঠে অনুষ্ঠিত হবে আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই মেগা আসরের সময় আগেই জানা গেলেও বিশ্বকাপ কবে শুরু হবে তার দিনক্ষণ সুনির্দিষ্ট করা হয়নি। যে কারণে নিজেদের পরিকল্পনা সাজাতে পারছে না বাংলাদেশসহ বিশ্বকাপে সরাসারি জায়গা নিশ্চিত করা আট দল।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ৫৬ দিন হবে এই বিশ্বকাপ। তবে মেগা এই আসরটির সূচি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এর বাইরে কোন কোন স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তাও ঠিক করা হয়।
আগামী ২৭ মে আহমেদাবাদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভার ডাক দেওয়া হয়েছে। যেখানে পাঁচটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা করবে রজার বিন্নির বোর্ড। এর একটি হলো- আইসিসি ২০২৩ বিশ্বকাপের কার্যনির্বাহী কমিটির গঠনতন্ত্র নির্ধারণ।
ওই দিনই বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করা হতে পারে। এছাড়া বিশ্বকাপের কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হতে পারে। এর বাইরে নারীদের আইপিএলের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।