ফিলিপাইনে যাচ্ছে ত্রাণবাহী মার্কিন ও ব্রিটিশ রণতরী
দিরিপোর্ট২৪ ডেস্ক : হাইয়ানের আঘাতে লণ্ডভণ্ড ফিলিপাইনে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে রওয়ানা দিয়েছে মার্কিন ও ব্রিটিশ রণতরী। খবর রয়টার্স ও দ্যা গার্ডিয়ানের।
মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন ফিলিপাইনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। জাহাজটি এখন হংকংয়ে আছে বলে জানিয়েছে পেন্টাগন। মিসাইল ক্রুজার ও মিসাইল ডেস্ট্রোয়ার সমৃদ্ধ জাহাজটির সঙ্গে অন্যান্য যুদ্ধজাহাজও আছে।
এর আগে সোমবার ফিলিপাইনের তাকলোবানে অন্তত ১২টি মার্কিন ও ফিলিপাইনের সামরিক কার্গো বিমান পৌঁছায়।
এদিকে এইচএমএস ডেয়ারিং ব্রিটিশ যুদ্ধজাহাজটিও মধ্যপথে আছে। এছাড়া বোয়িং সি-১৭ যুদ্ধবিমানও ফিলিপাইনের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১২, ২০১৩)